যেভাবে ভাইরাল হয়ে গেলেন নিগার সুলতানা

নিগার সুলতানা দেশের বাড়ি সাভারে.রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত Willes Little Flower স্কুল এ পড়তেন তিনি,


 স্কুলের বিদায় অনুষ্টানের দিন একটি গান লিখে নিজে সুর করে  গেয়ে ফেইসবুকে প্রকাশ করেন বেশ ভাল সারা পেয়েছিলেন

কিছুদিন পর কোন এক স্টেজে হিন্দি বাংলা ম্যাসাপ করে একটি গান গাওয়ার পর ফেইসবুকে তার পার্ফমেন্স এর ভিডিও  রাতারাতি ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন করেছিল পাশে কে ছিল
আমরা জানতে পেরেছি   পাশে যে লোক টি মাইক ধরা ছিলেন তিনি তার বাবা।

এখন সবাই তার গান শুনে মুগ্ধ  অনেকেই তার গানের জন্য অপেক্ষায় রয়েছেন অনেক শ্রোতারা, newspepar365ডে জানতে পারে এর মধ্যে সে তার মৌলিক গান নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছেন.

Post a Comment

0 Comments